বিপিএলে কোন দলের কী শক্তি, কী দুর্বলতা—প্রথম পর্ব

বিপিএলে কোন দলের কী শক্তি, কী দুর্বলতা—প্রথম পর্ব

 বিপিএলের লোগো

বিপিএলের লোগোপ্রথম আলো

এক দিনই পরই বিপিএল। দলগুলো কেমন হলো, কোন দলের কী শক্তি, দুর্বলতা, সেসব জানার সময় তো এখনই। তবে এখনো দলগুলোতে কারা কারা খেলবেন তা চূড়ান্ত হয়নি। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের তালিকায় বড় পরিবর্তন আসতে পারে। এখন যাঁরা তালিকায় আছেন, অনেকেই নাও আসতে পারেন শেষ পর্যন্ত। যাঁরা এসেছেন তাঁদের সবাই সব ম্যাচ খেলবেন না। টুর্নামেন্ট চলাকালেই দলগুলোতে যোগ হতে পারেন অনেক বিদেশি খেলোয়াড়। তাতে শক্তির ভারসাম্য এদিক-ওদিক হয়ে যেতে পারে অনেকটাই। বাংলাদেশের খেলোয়াড়দের তালিকাতেও আসতে পারে কিছু বদল। তবে আপাতত যে তালিকা আছে তে ধরেই করা হয়েছে এই হিসাব। আজ প্রথম পর্বে দেখুন ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী দলের শক্তি-দুর্বলতা।

পেস বোলিং ইউনিট ঢাকার ভরসার জায়গা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঢাকার পেস আক্রমণ সামলাবেন মুকিদুল ইসলাম, মুশফিক হাসান ও আবু জায়েদ। দারুণ ছন্দে আছেন মুকিদুল। এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুকিদুল। মুশফিকও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত। এ ছাড়া আছেন পাকিস্তানের শাহনেওয়াজ দাহানি ও মির হামজাও।

দুর্বলতা

পেস বোলিং বিভাগ শক্তিশালী হলেও ঢাকার স্পিন বিভাগে বড় কোনো নাম নেই। স্পিন সহায়ক উইকেটগুলোতে মিডল ওভারের দায়িত্ব নেবেন কে? ব্যাটিং বিভাগে তানজিদ হাসান, লিটন দাসরা থাকলেও ব্যাটিং বিভাগও ততটা শক্তিশালী নয়। এনসিএলে ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা হাবিবুর রহমানের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সাব্বির রহমান ও শাহাদত হোসেনকেও জ্বলে উঠতে হবে। বিদেশিদের মধ্যে  অভিজ্ঞ থিসারা পেরেরা ও জনসন চার্লসে চোখ থাকবে।

চমকে দিতে পারেন: হাবিবুর রহমানhttps://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0fMmTz99tpzVpSmPNMsK2txXYDbtm9FNG49Mm7mYNnxmxTNXX9AGrmmJukkDQLuLql%26id%3D100086625019591&show_text=false&width=500

এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ ছক্কা এসেছে হাবিবুরের ব্যাট থেকে। টুর্নামেন্টে ১৫০ রান করেছেন এঁদের মধ্যে হাবিবুরের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি—১৬০.৮৬। সোহান নামে পরিচিত এই ক্রিকেটার গতবার খেলেছেন খুলনার হয়ে। ১১ ম্যাচে রান করেছেন ১০৫। গড় ছিল ২০-এর নিচে, স্ট্রাইক রেট—১১১.৭০। গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ এবার হাবিবুরের সামনে।

স্কোয়াড

অধিনায়ক: ঘোষণা করা হয়নি
দেশি: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান।
বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা,  স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি,  জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।

Tags:

ewew , ewe , wewe

0 Comments

Shoping Cart

0 Item’s selected

Subtotal

৳ 0.00